আলমডাঙ্গায় কাঁদাযুক্ত রাস্তায় দুই মোটরসাইকলে মুখোমুখি সংর্ঘষে একজন নহিত

আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম নিহত হয়েছেন। ২২ ফেব্রয়ারি শনিবার সন্ধ্যার দিকে উপজেলার খাদিমপুরে গ্রামের মোড়ে দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে জাহাঙ্গীর আলম মারা যায়। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত জাহাঙ্গীর আলম(৩৮) আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে খাদিমপুর গ্রামের এক ব্যক্তি ট্রাক্টর যোগে মাটি কেটে ইটভাটায় বিক্রি করছে। ওই ট্রাক্টর থেকে মাটি পড়ে রাস্তায় যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। শনিবার দুপুরে হালকা গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে। এসময় নিহত জাহাঙ্গীর আলম তার নিজ মোটরসাইকেল নিয়ে পাঁচকমলাপুর বাজারে যাচ্ছিলেন। কাঁদাযুক্ত রাস্তায় তার মোটরসাইকেল ¯িøপ করে সামনে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পিচ রাস্তায় পরে গিয়ে জাহাঙ্গীর মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
এদিকে গ্রামবাসী দাবি করেন, অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করলেও প্রশাসন তার কোন পদক্ষেপ নিচ্ছে না। ফলে সড়ক ব্যবহারেও অযোগ্য হয়ে পড়েছে। দ্রæত মাটি কাটা বন্ধ না করলে আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
স্থানীয় ইউপি সদস্য আশাবুল ইসলাম জানান, শনিবার মাগরিবের নামাযের আগে শুনতে পায় জাহাঙ্গীর আলম মারা গেছেন। তিনিও অভিযোগ করে বলেন, প্রতিদিন ৮/১০ টি ট্রাক্টর যোগে মাটি পরিবহনের কারণে মানুষের জিবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।