রঙতুলিতে আপন মনের মাধুরী মিশিয়ে শিশুরা অঙ্কন করছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

রহমান মুকুল/ শরিফুল ইসলাম রোকন: আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এহসানের আঁকা ছবিতে যেন বাঙ্ময় হয়ে উঠেছে ১৯৫২ সালের অমর ভাষা আন্দোলন। মায়ের ভাষার মর্যাদা প্রতিষ্ঠার অসম সাহসের ইতিবৃত্ত। এহসান চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল ২১ ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলমডাঙ্গা শহীদমিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উপজেলা প্রশাসন আয়োজিত এ প্রতিযোগিতা।
প্রভাত থেকে বেলা ১১টা পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় এহসানের মতো অপরিসীম কল্পনাশক্তিতে ভরপুর শিশুরা অংশ নেয়। এ প্রতিযোগিতায় ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নিয়ে আপন মনের আবির দিয়ে মনের খেলায় মেতেছিল। শিশুমনের বিচিত্র সব ভাবনা রংতুলিতে স্ট্রোকে প্রকাশ পায়। এই প্রকাশভঙ্গির হয়তো তেমন কোনো ব্যাকরণ নেই।
কল্পনার হাতি তো আকাশেও ওড়ে! তাই অনেকের অঙ্কন সাধারণ চোখে সে ধরণের মনে হতে পারে। শহীদমিনার পাদদেশে আসন নিয়ে ছয় বছরের আব্রাম মোহাম্মদ গভীর মনোযোগ দিয়ে ছবি আঁকছিল। সে এঁকেছে রঙিন ঘর, মেঘ, সূর্য, এক পাশে শহীদ মিনার, তার নিচে পার্ক।
আবৃত্তিতে প্রথম হয়েছে বহ্নিশিখা সাহা। বহ্নিশিখা সকলকে রীতিমতো মুগ্ধতায় আবিষ্ট করেই শ্রেষ্ঠত্বের গৌরব ছিনিয়ে নিয়েছে।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বললেন, শিশুরা নিজের মতো করে ছবি আঁকবে, সৃষ্টি করবে, মনের মাধুরী মিশিয়ে রং করবে, এতেই তার সৃজনশীলতা বাড়বে। এ ধরনের আয়োজন শিশুদের জাতীয় গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে ধারণা দেয়, ভাবতে শেখায়।
ছবি আঁকাতেই যে কতটা মজা, তা দেখা গেল ফাবলিহার চোখমুখ দেখে। নির্ধারিত সময়ের আগেই তার ছবি আঁকা শেষ। বাবার সঙ্গে এসেছিল সে। সে জানাল, ছবি আঁকাতে তার খুবই ভালো লাগছে। শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আলাউদ্দীনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আশীষ কুমার বসু, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি প্রভাষক আনোয়ারুজ্জামান, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিএম কামাল, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।