১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় রেল লাইনের পাশে ছাগল চরাতে গিয়ে ট্রেনে কেটে সাইফুল ইসলামের মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৯, ২০২৫
53
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার বলরামপুর গ্রামে রেল লাইনের পাশে ছাগল চরাতে গিয়ে ট্রেনে কেটে সাইফুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ১৮ ফেব্রæয়ারি মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা টেনে এ দুর্ঘটনা ঘটেছে।


ট্রেনে কেটে মৃত সাইফুল ইসলাম উপজেলার কালিদাসপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে।


নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম 'বধির' ছিলেন। কানে কম শুনতে পেতেন। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রেল লাইনের ধারে ছাগল চরানোর উদ্দেশ্য বাড়ি থেকে বাহির হয়।


স্থানীয় বাসিন্দা সুত্রে জানা গেছে , সাইফুল ইসলাম প্রতিদিন ছাগল চরাতে বলরামপুর রেললাইনের ধারে যেতেন। মঙ্গলবার দুপুরে তিনি রেল লাইনের ধারে ছাগল চরানোর সময় চিত্রা ট্রেনে কেটে তার মৃত্যু হয়েছে। এ সময় ঘটনাস্থলে কেউ না থাকায় কারর চোখে পড়েনি। পরে মাঠের লোকজন তার রক্তাক্ত লাশ দেখতে পান। সংবাদ পেয়ে পোড়াদহ রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মঢনা তদন্তে পাঠান।


পোড়াদহ রলওয়ে থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলমডাঙ্গার বলরামপুরে রেল লাইনের উপর থেকে রেলওয়ে পুলিশ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। চিত্রা ট্রেনে কেটে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram