১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ডেভিল হান্ট অভিযানে ২ আওয়ামীলীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৯, ২০২৫
56
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


দেশে চলমান ডেভিল হান্ট অভিযানে আলমডাঙ্গা থানা পুলিশ ২ আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। এরা হলেন গাংনী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শামসুর রহমান (৩৬), ও হারদী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক সাহাঙ্গীর আলী (৪৫)। এদেরকে ২০২৩ সালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও বোমা হামলা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতার শামসুর রহমান(৩৬) উপজেলার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের ইউনুস আলীর ছেলে ও হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।


আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ দেশে চলমান ডেভিল হান্ট অভিযান চালিয়ে গত তাদের গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রসঙ্গত, ২০২৩ সালের ১১ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।


এ ঘটনায় লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ৯ নভেম্বর রাতে ৪২ জনের নাম উল্লেখসহ আরও ৫০/৬০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram