১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৯, ২০২৫
33
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ২০২৫ উদ্বোধন করা হয়েছে। ১৮ ফেব্রæয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ সরকারি বিদ্যালয় চত্তরে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগীতার উদ্বোধন ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পদক বিতরণ করা হয়।


প্রধান অতিথি থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা উদ্বোধন ও শিক্ষা পদক তুলেন দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, এই শিক্ষার্থীরা, যারা বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম হয়ে আজকে এখানে উপজেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে। তারা সারাদিন ব্যাপি এবং এখান থেকে যারা ভালো করবে তাদের আমরা জেলাতে পাঠাবো। সেখানে যারা ভালো করবে তারা বিভাগে যাবে। আমরা চাইবো আমাদের আলমডাঙ্গা উপজেলার সন্তানেরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করুক। আমরা জানি আলমডাঙ্গা উপজেলা ইতোমধ্যে খেলাধুলার ক্ষেত্রে বেশ অগ্রসর। শুধু খেলাধুলাতেই নয় সংস্কৃতিক চর্চাতেও সব সময় এগিয়ে থাকে। এটা ধরে রাখা আমাদের দ্বায়িত্ব।


তিনি বলেন, এই নতুন প্রজন্ম তারা অনেক বেশি মেধাবী। এবং অনেক বেশি ধীরশক্তি সম্পন্ন। তাদের সাথে আমাদের পেরে উঠা খুব কঠিন। তারপরও তাদের সঠিক পথে পরিচালিত করা আমাদের দ্বায়িত্ব। তারা যেনো সু-শিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারে। সঠিক ইতিহাসটা যেনো জানতে পারে। তারা পড়ালেখার পাশাপাশা এক্সট্রা কারিকুলা এক্টিভিটিজ যেগুলো আছে সে গুলোতে তারা যেনো সমানভাবে পারদর্শি হয় সেগুলো লক্ষ্য রাখা আমাদের সকলের দ্বায়িত্ব।


উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহা: আলাউদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দীন, ইউআরসি ইন্সট্রাক্টর জামাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক নাসির উদ্দিন এ্যাটম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইকবাল আহমেদ, সাধারন সম্পাদক হাফিজুর রহমান। সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার জিএম কামালের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার শামীম সুলতান, রফিকুল ইসলাম, হুমায়ন কবীর, বখতিয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষক প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram