আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে ওভারটেক করতে গিয়ে বিপত্তি।। গাছের সাথে ধাক্কায় যাত্রীরা আহত

চুয়াডাঙ্গা অভিমুখে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বিবিএস নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গতকাল ১৮ ফেব্রæয়ারি আলমডাঙ্গা জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ড্রাইভার দ্রুত গতিতে ট্রাক অভারটেক করতে গিয়ে গাছের সাথে ধাক্কা লাগায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন।
জানা যায়, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে প্রতিনিয়ত বাস ও ডাম্প ট্রাকসহ বিভিন্ন যানবহনে দূর্ঘনা ঘটছে । এ দূর্ঘটনায় প্রায়ই প্রাণহানিসহ পঙ্গু হচ্ছে অনেক মানুষ। দক্ষ ড্রাইভার না হয়েও দ্রæত গতিতে চলাচল করার কারণে এ দূর্ঘটনা ঘটছে বলে দাবী এলাকাবাসীর।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলি চুয়াডাঙ্গায় পৌছায় ১ ঘন্টা ৪০ মিনিটে। আলমডাঙ্গায় আসতে সময় নেয় ১ ঘন্টা ১০ মিনিট। বাসের ড্রাইভাররা কুষ্টিয়া থেকে ছেড়ে এসে হালসা পর্যন্ত বেশি সময় লাগায়। তারপর তারা হালসা থেকে সময় কভার করতে হালসা থেকে দ্রুত গতিতে আলমডাঙ্গায় আসার চেষ্টা করে। হালসা থেকে আলমডাঙ্গা পৌছতে এ রাস্তায় প্রায়ই তারা দূর্ঘটনা ঘটায়।
এলাকাবাসীর দাবি, এমনিতেই চুয়াডাঙ্গা -কুষ্টিয়া সড়ক খুব বেশি সর্পিল। আলমডাঙ্গা থেকে কুষ্টিয়া অবধি বেশিরভাগ সড়ক খুব সংকীর্ণ ও সর্পিল ইরিগেশন খালের বাধের উপর নির্মিত। ফলে এখানে সড়ক দুর্ঘটনার ঝুকি বেশি। বাসের ড্রাইভারগুলো নিয়ম মেনে গাড়ি চালাতে এ দূর্ঘটনাগুলো কম হতো। তাদের দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এ ঘটনা ঘটে।
গাছের সাথে ধাক্কায় বাসের আহত এক যাত্রী বলেন, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসের ড্রাইভার একটি গাছের সাথে ধাক্কা মারে। এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। ড্রাইভার, হেলপার ও সুপারভাইজার বাস ফেলে রেখে পালিয়ে যায়।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া থেকে ছেড়ে আসার যাত্রীবাহী একটি বাস গাছের সাথে ধাক্কা মারে। এ সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাসটি স্থানায় জনগনের সহায়তায় উদ্ধার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।