প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইন এস এফ টিভি উদযাপন করল নানা কর্মসূচি

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনলাইন এস এফ টিভি উদযাপন করল নানা কর্মসূচি । এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে। ১৬ ফেব্রুয়ারি সকাল ১১ টায় লায়লা কনভেনশন হলে অনলাইন নিউজ পোর্টাল এসএফটিভির ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এসএফ টিভির সম্পাদক নাজমুল হক শাওনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিউল আলম বকুল, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সিনিয়র সাংবাদিক রহমান মুকুল, প্রশান্ত বিশ্বাস, ফিরোজ ইফতেখার।
এস এফ টিভি বার্তা সম্পাদক মীর রোকনুজ্জামানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য প্রদান করেন এস এফ টিভি প্রতিষ্ঠাতা পরিচালক এম সন্জু আহমেদ, এছাড়াও বক্তব্য রাখেন, এসএফ টিভির সাবেক সম্পাদক ইউনুস আলী মন্ডল, নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট একরামুল হক, সাংবাদিক জামসেদুল হক মনি, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা, নাহিদা আহমেদ, সাংবাদিক আল আমিন হোসেন পরশ, প্রকৌশলী মোল্লা জাফর জুয়েল, প্রভাষক খাইরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ নাজমুল আহমেদ সাকিব।