১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলার ঢাবি পড়ুয়াদের সংগঠন ‘DUSAA'র কমিটি গঠন: নোমান  সভাপতি বায়েজিত সাধারণ সম্পাদক- 

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
45
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

 আলমডাঙ্গা উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাংগা - (ডুসা)"- র ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। 

গত শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মল চত্বরে এ কমিটি গঠন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। কমিটি গঠন সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী হাসান আল নোমানকে এবং সাধারণ সম্পাদক হিসেবে দর্শন বিভাগের শিক্ষার্থী  বায়েজিদকে মনোনীত করা হয়েছে। 

নোমান এবং বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও, সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন, এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মহুয়া খাতুন।

DUSAA এর সদ্য সাবেক সভাপতি  জীবন আহমেদ এবং  সাধারণ সম্পাদক মোমিন সাগর কর্তৃক আয়োজিত চড়ুই ভাতি ও মিলনমেলা অনুষ্ঠান শেষে এক বিজ্ঞপ্তিতে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়। উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ, আলমডাঙ্গা থেকে ঢাকাতে আসা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি এবং চুয়াডাংগা জেলায় উচ্চ শিক্ষার আলো পোঁছে দিতে কাজ করার অঙ্গীকার করেছেন নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

নবনির্বাচিত সভাপতির বক্তব্যে হাসান আল নোমান বলেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শিক্ষার্থীদের ঐক্য ও পারস্পরিক সহমর্মিতার প্রতীক "ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস  অ্যাসোসিয়েশন অব আলমডামঙ্গা "। এই সংগঠন কেবলমাত্র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা নয়, বরং একে অপরের সহায়ক হয়ে ওঠার এক অনন্য প্ল্যাটফর্ম। সিনিয়র-জুনিয়রদের মধ্যে সুসম্পর্ক তৈরি, তথ্য ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষাজীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আমি আশা করি, এই সংগঠন আগামীতেও আলমডাঙ্গা উপজেলার  শিক্ষার্থীদের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে। 

সাধারণ সম্পাদক এর বক্তব্যে বায়েজিদ হোসেন বলেন, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব আলমডাঙ্গা (ডুসা) আলমডাঙ্গা থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা, একতা ও সহযোগিতার প্রতীকী সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অগ্রজ অনুজদের মধ্য গড়ে ওঠে সুসম্পর্ক। এই সংগঠনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রবীণ শিক্ষার্থীদের অভিজ্ঞতা হয়ে ওঠে দারুণ সহায়ক। আলমডাঙ্গার ঐতিহ্যকে ধারণ করার পাশাপাশি এই সংগঠন শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে সকল বাধা দূরীকরণের লক্ষ্যে কাজ করে। আশা করছি, এই সংগঠন আগামীতেও আলমডাঙ্গার শিক্ষার্থীদের নিশানবরদার  হয়ে থাকবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram