১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ বছর পর আলমডাঙ্গার বৃহত্তর পশুহাট ওপেন নিলামের উদ্যোগ: প্রশংসায় ভাসছেন ইউএনও

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
68
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


রহমান মুকুল : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তিনি আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি আলমডাঙ্গা ১ম শ্রেণির পৌরসভার প্রশাসক।


যোগদান করার পর থেকেই দাপ্তরিক কাজের পাশাপাশি বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। লালসা ও সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে তিনি এতদাঞ্চলের সবচে বৃহতম পশুহাট ওপেন নিলাম করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়টি পৌরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তারা এখন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের প্রশংসায় পঞ্চমুখ।


আলমডাঙ্গা পশুহাট এতদাঞ্চলের সবচে বড় পশুহাট। ফখরুদ্দিনের তত্বাবধানে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সাল থেকে ২০২৪ সাল অবধি দীর্ঘ ১৪ বছর আলমডাঙ্গা পশুহাট ইজারার নামে লুটেপুটে খেয়েছে আওয়ামী লীগের কতিপয় ব্যক্তি। আওয়ামী লীগের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের আশির্বাদপুষ্ট চিহ্নিত গং ২০১৭ সালে শেষ বার ওপেন নিলামে হাট ডেকে নেন। তার আগে ৭ বছর ধরে প্রতিবার গড়ে এক লাখ টাকা যোগ করে কারসাজিতে পশুহাট কব্জায় রেখেছিল। ২০১৭ সালে ওপেন ডাকে হাট নিলাম হয়েছিল ১ কোটি ৩৪ লাখ ৩২ হাজার টাকায়।


তারপর পশুহাটের উপর আবার এমপি ছেলুনের গজব নেমে আসে। পশুহাটে লোকসান হয়েছে দাবি তুলে হাটমালিক হাসানুজ্জামান হান্নানকে দিয়ে হাইকোর্টে একটা রিট করানো হয়। হাইকোর্টের নির্দেশে পরবর্তী টানা ২ বছর অর্থাৎ ২০১৯ সাল পর্যন্ত একই পরিমাণ অর্থে পশুহাট বগলদাবা করে রাখে। ২০২০ সালে হাইকোর্টের নির্দেশনা নিয়ে এসে শতকরা ১১ভাগ টাকা বৃদ্ধি করে ১ কোটি ৪৯ লাখ ৯ হাজার ৫ শ ২০ টাকায় ইজারা পান হাসানুজ্জামান হান্নান।


তারপর আবারও একই খেলা! করোনাকালীন লোকসান পুষিয়ে নিতে হাইকোর্টে যথারীতি রিট। পরবর্তী ৩ বছর অর্থাৎ ২০২৪ সাল অব্দি একই পরিমাণ অর্থে হান্নান গং লুফে নিয়েছে এতদাঞ্চলের সবচে বড় পশুহাট।

৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর অনুকুল সময়ে এবার আলমডাঙ্গা পশুহাট ওপেন নিলাম হতে যাচ্ছে। অবশ্য এখনও কম বেশি ষড়যন্ত্র চলছে পুরনো বন্দোবস্ত বহাল রাখতে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের ঐকান্তিক প্রচেষ্টা ও দৃঢ় সিদ্ধান্তের ফলে ইতোমধ্যে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের বহুল প্রচারিত দুটি আঞ্চলিক ও জাতীয় দৈনিক পত্রিকায়। আগামী ২০ ফেব্রæয়ারি তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্খিত ওপেন নিলাম।


তাছাড়া, শেখ মেহেদী ইসলাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর তিনি এলাকার উন্নয়নে অনেক প্রশংসনীয় উদ্যোগ প্রহণ করেছেন। দীর্ঘ দিনের সংস্কার বঞ্চিত সড়কগুলি তিনি দ্রুত টেন্ডারের ব্যবস্থা করেন। উপজেলা পরিষদ চত্বরের ভেতরের চলাচলের অনুপযোগী দীর্ঘদিনের অবহেলিত সড়ক পূণর্নিমাণ করেন। নির্ধারিত সরকারি দায়িত্বের পাশাপাশি তিনি অনেক ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার আন্তরিক প্রচেষ্টায় তিন দিনের মফস্বলের বই মেলা হয়ে উঠেছিল মিলমেলা। স্থানীয় লেখক সাহিত্যিকদের স্বর্গীয় উদ্যান। বিস্তৃত পরিসরে পিঠামেলা ছিল তার ঐতিহ্যপ্রিয়তার স্বারক। ইতিহাস ঐতিহ্যের প্রতি প্রবল অনুরাগের পরিচায়ক।


তার কাছে আসা সেবা প্রার্থীদের তিনি সময় দেওয়ার পাশাপাশি নিজ দপ্তরকে দালালমুক্ত করতে উদ্যোগ নিয়েছেন। ফলে উপজেলা চত্বরে দালালদের দৃশ্যমান দৌরাত্ম কমেছে।


তিনি শহরের অসম্পূর্ণ ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে পরিপূর্ণতা দিতে ও পানি সরবরাহ ব্যবস্থা সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছেন। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, সবেদ আলীর দৃষ্টিনন্দন পাকাঘাটসহ সকল পাকাঘাট ও একমাত্র স্বাধীনতাস্তম্ভ সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কার্যক্রম গ্রহণ করেছেন। যা সত্যিই প্রশংসনীয়।


এদিকে, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতে মরুময়তার দু:সহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে উপজেলার সকল খালবিল দখলমুক্ত ও লীজ বাতিলের উদ্যোগ নেওয়া জরুরী। সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্খার সাথে সঙ্গতি বিধান করে তিনি এ ব্যাপারেও উদ্যোগ নেবেন। এমটা উপজেলাবাসীর প্রত্যাশা।


উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, "সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মচারি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সর্বদা নিয়ম মেনে পালন করে যাচ্ছি। অন্তর্র্বতীকালীন সরকারের নির্দেশ ও জুলাই গণ-অভ্যুত্থানের আর্দশকে বুকে ধারণ করে কাজ করছি। অন্যায়কে প্রশ্রয় দিয়ে কোন কাজ করবো না। আমাদের কাজে যাতে গণ আকাঙ্খা প্রতিফলিত হয়, সে চেষ্টা অব্যাহত রাখবো।"

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram