১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির আয়োজনে কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লীগের উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
54
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা কলেজপাড়া কল্যাণ কমিটির আয়োজনে 'কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৫'র উদ্বোধন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা সরকারি কলেজমাঠে ৮ দলের এ ক্রিকেট লিগের উদ্বোধন করা হয়।


আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম বলেন, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এলাকায় ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ ও পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। যা অত্যন্ত ইতিবাচক। তারই ধারাবাহিকতায় কলেজপাড়া কল্যাণ কমিটির এই আয়োজনে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ভাল লাগছে। আমি কমিটিকে তাদের এই জাতীয় কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিচ্ছি।


উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের অবঃ ডিজিএম মতিয়ার রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান শফি, ড. মহবুব ইসলাম, মহিতুর রহমান, আলমডাঙ্গা নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ফজলুল হক শামীম, আলমডাঙ্গা কলাকেন্দ্রের সভাপতি ইকবাল হোসেন প্রমূখ।


অনুষ্ঠানে সম্মানিত অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান বলেন- কলেজপাড়া কল্যাণ কমিটির এই আয়োজনের কথা জেনে এবং আমার ছাত্রদেরকে উৎসাহিত করতে নতুন করে পিস করে দিতে পেরে আনন্দিত।


কলেজপাড়া কল্যাণ কমিটির ফাহমিদুর রহমান মুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা খন্দকার হাবিবুল করিম চনচল, মফিজ উদ্দিন মাষ্টার, সাধারন সম্পাদক হাজী মীর শফিকুল ইসলাম, সহ-সভাপতি রোকনুজ্জামান ডাবলু, সাংগঠনিক সম্পাদক জুয়েল, ক্রিড়া সম্পাদক ফরহাদুজ্জামান সোহাগ, মানোয়ার হোসেন, হাসিবুল ইসলাম, আব্দুর রশিদ মঞ্জু, হাশেম আলী, সেলিম প্রমূখ। উল্লেখ্য টূর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ২০০০০ টাকা ও রানার্সআপ দল পাবে ১৫০০০টাকা। কলেজপাড়া প্রিমিয়ার ক্রিকেট লিগ-২০২৫ আয়োজনে সহযোগিতা করছেন আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও আলমডাঙ্গার সকল এনজিও।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram