আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে একুশে বইমেলা ২০২৫র প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে একুশ বইমেলা ২০২৫“র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার নাগরিক উন্নয়ন কমিটির আহবানে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির কনফারেন্স রুমে সভায় আলমডাঙ্গার সকল লেখক সাহিত্যিক, বই ব্যাবসায়ী সমিতির প্রতিনিধি, সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির কমিটির সভাপতি মো সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন কমিটির উপদেষ্টা প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সহ সভাপতি সাংবাদিক রহমান মুকুল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম পিন্টু, পাঠাগার সম্পাদক রহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, পুস্তক ব্যবয়ায়ী সমিতির সভাপতি ওয়াজেদ আলী কচি, সাধারণ সম্পাদক আক্তার আশরাফ তুষার, গল্পকার পিন্টু রহমান,শুদ্ধ সাংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি আতিকুর রহমান ফরায়েজি, সাহিত্যিক মোস্তাফিজুর রহমান।
সভায় বইমেলা সফল করতে নাগরিক উন্নয়ন কমিটির পাঠাগার সম্পাদক রহিদুল ইসলাম কে আহবায়ক ও ওমর আলি মাস্টার, শরিফুল ইসলাম পিন্টু, শাইখ ইমদাদুল হক, কবি গোলাম রহমান চৌধুরী, আতিকুর রহমান ফরায়েজি ও পিন্টু রহমানকে সদস্য করে সাত সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।