চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট রাসেলের গণসংযোগ

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ করেছেন। ১২ ফেব্রæয়ারি বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা শহরের বিভিন্ন মোড়ে মোড়ের এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ ও পথসভা করেন। তিনি আলমডাঙ্গা পুরাতন জামে মসজিদে মাগরিবের নামাজ আদায়ের পর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন।
এ সময় তিনি আলমডাঙ্গা হাই রোডস্থ সকল ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা-১ আসন (চুয়াডাঙ্গা সদর আংশিক-আলমডাঙ্গা) থেকে তাকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন। হাই রোডে গণসংযোগ শেষে আলিফ উদ্দিন মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।
এ সময় আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল এর সভাপতিত্বে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের নায়েবে আমীর বিল্লাল হোসেন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারী মামুন রেজা, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, সেক্রেটারি মসলেম উদ্দিন, ডাউকি ইউনিয়ন জামায়াতের আমীর সজিবুুর রহমান, বেলগাছি ইউনিয়ন আমীর আমান উদ্দিনসহ আলমডাঙ্গা পৌর জামায়াতের সকল ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত পথসভায় মিলিত হন।