চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থীর সাথে আলমডাঙ্গায় ব্যবসায়ীদের মতবিনিময়

চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের সাথে আলমডাঙ্গা ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৯টার সময় হাজীমো লায়লা কনভেনশন হলে উক্ত মতবিনিময় সভায় জেলা জামায়াতের মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, আইন আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, আলমডাঙ্গা বণিক সমিতির সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, বৃহত্তর কাপড় পট্টি সমিতির সভাপতি গোলাম রহমান সিঞ্জুল, ডাক্তার লিয়াকত আলী, ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, আমেরিকা প্রবাসী আব্দুল কাদিরর প্রমুখ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন পর আমরা আলমডাঙ্গাতে সৎ যোগ্য আল্লাহ ভীরু এমপি প্রার্থী পেয়েছি। তাই আমরা ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাআল্লাহ।