আলমডাঙ্গায় মরহুম আরাফাত রহমান( কোকো) স্মৃতি ব্যাডমিন্টর টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

আলমডাঙ্গায় মরহুম আরাফাত রহমান( কোকো) স্মৃতি ব্যাডমিন্টর টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন করা হয়ছে। দীর্ঘদিন যাবৎ ব্যাডমিন্টন টুর্নামেন্টটি বন্ধের পর আলমডাঙ্গা ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে উপজেলা চত্তরে ( ১১,১২,১৩) ফেব্রুয়ারি ৩ দিনব্যাপী এ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়।
উপজেলা মুক্তমঞ্চ চত্তরে প্রধান অতিথি থেকে ১ম দিনে ১৬ দলের টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন খেলোয়ার আলমডাঙ্গা ব্যাডমিন্টন কল্যাণ সমিতির উপদেষ্টা আবুল কালাম বেল্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সাধারন সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু, যুগ্ম সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মিলন, উপজেলা বিএনরিপর ক্যাশিয়ার শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, পৌর কৃষকদলের আহবায়ক জহুরুল ইসলাম মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম।
পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হক তন্ময়ের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাওন, রাজ আহমেদ, ব্যাডমিন্টন খেলোয়ার হাসান রেজা মুন্না, গোলাম মুক্তাদির বিদ্যুৎ তোহা, মন্ডল স্পোর্টসের মামুন অর রশিদ মন্ডল,শাকিল, লিজন, শাওন, মেহেদী, ভোলা, ওয়াহেদুল ইসলাম প্রমুখ।