আলমডাঙ্গার জামজামি বাজারে জামায়াতের মনোনীত পার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল গণসংযোগ ও পথসভা করেন। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে জামজামি বাজার জামে মসজিদে আসরের নামাজ আদায়ের পর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এ্যাড. রাসেল জামজামি বাজারে গনসংযোগ করেন।
গনসংযোগকালে তিনি জামজামি বাজারের সকল ব্যবসায়ীকদের সাথে সাক্ষাৎ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা ১ আসন (আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা সদর আংশিক) থেকে তাকে নির্বাচিত করার জন্য অনুরোধ করেন। জামজামি বাজারে গণসংযোগ শেষে জামজামি বাজার ব্র্রীজ মোড়ে পথসভা করেন। পথসভা থেকে এ্যাড রাসেল একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও কল্যাণমুলক রাষ্ট্র গঠনের জন্য ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়ি পাল্লায় ভোট পার্থনা করেন। তিনি বলেন আমি এই এলাকার সন্তান, আপনাদেরই সন্তান, আমি যদি আগামীতে সংসদে যেতে পারি, তবে নিজ এলাকা তথা আলমডাঙ্গার জন্য কাজ করবো, আলমডাঙ্গার দল মত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াবো, আলমডাঙ্গাবাসীর সামগ্রিক উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
জামজামি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফজলুল হকের সভাপতিত্বে উক্ত পথসভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান দারুসসালাম, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজসেবা সম্পাদক আলতাফ হুসাইন, আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌরসভা জামায়াতের আমীর মাহের আলী, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াত সেক্রেটারি মুসলিম উদ্দিন, জামজামি ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা নুর ইসলাম, আশরাফুল ইসলাম, ইউনিয়ন প্রচার সম্পাদক নাসির উদ্দীন, দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এনামুল হক, সেক্রেটারি সাদ্দাম হোসেন ও ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি রিদয় শাহ।
এছাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সকল ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত পথ সভায় মিলিত হন।