১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ভাংবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিষয়ে সৃষ্ট ঘটনায় সংবাদ সম্মেলন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১১, ২০২৫
39
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার ভাংবাড়িয়া গ্রামে জমি দখলমুক্তের বিষয়ে দুই ভাই সংবাদ সম্মেলন করেছেন। ১০ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় গ্রামের শহিদুল ইসলাম ঝন্টু ও আব্দুল মজিদ সোনা মিয়া এ সংবাদ সম্মেলন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, ভাংবাড়িয়া ঈদগা মোড়ে আমাদের পৈত্রিক সম্পত্তি দীর্ঘ বছর ধরে আমাদের দখলে ছিল। বিগত আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে শামসুদ্দীন বিশ্বাস পতন ও আবুল কালাম আজাদ সাগর জোরপূর্বক আমাদের জমি জবর দখল করে নেয়।

আমাদের স্ত্রীদের নামে থাকা জমি দখল করে নেওয়ার পর আমরা আওয়ামীলীগের ভয়ে এতোদিন প্রতিবাদ করতে পারিনি। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা এই জমি দখলমুক্তের জন্য আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করি। এবং থানায় বসে সালিশে পুলিশ দুইপক্ষের কাগজপত্র দেখে জমি আমাদের পাওনা বলে জানায়।


আমরা গত রবিবার আমাদের নিজেদের জমি দখল নিতে জমি মাপজোক করি। এর কিছুক্ষণ পর আবুল কালাম আজাদ সাগর ও শামসদ্দীন বিশ্বাস পতন নিজেরা দোকানের প্রাচীর ভেঙ্গে নাটক সাজিয়ে আমাদের নামে দোষারোপ করছে। আমরা বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা সবাইকে অবগত করছি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram