আলমডাঙ্গায় নীলা শুকতারা ফাউন্ডেশনের উদ্যোগে হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন

আলমডাঙ্গায় নীলা শুকতারা ফাউন্ডেশনের উদ্যোগে হাসপাতাল নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রæয়ারি সোমবার সকাল ১০ টায় নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়। আলমডাঙ্গার কালিদাসপুর রেলগেট থেকে কুমার নদের জিকে ক্যানেলের বাম দিয়ে কিছুদুর এগিয়েই পাঁচতলা বিশিষ্ট নীলা শুকতারা ফাউন্ডেশন হাসপাতালের অবস্থান নির্মানাধীন।
নীলা- শুকতারা ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ি শেখ জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, আলমডাঙ্গায় যোগদান করার পর বেশ কিছু ভাল কাজে অংশ গ্রহন করার সুযোগ পেয়েছি। তারই অংশ হিসাবে আজ নীলা শুকতারা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিষ্ঠিত এই হাসপালের মত মহৎ কাজের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করছি।
তিনি বলেন, এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা শেখ আব্দুল কাদির তিনি প্রবাসে থাকেন। অনেক প্রবাসি থাকেন। কিন্ত কেউ করেন না। শেখ আব্দুল কাদির আপনাদের প্রতি ভালবাসা থেকে এবং দায়বদ্ধতা থেকে এই মহৎ উদ্যোগ নিয়েছেন। এই প্রতিষ্ঠান আলমডাঙ্গাবাসীর জন্য। এলাকার প্রতিটি ভাল কাজের পাশে থাকার প্রতিশ্রæতি দেন তিনি।
স্বাগত বক্তব্য রাখেন নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতালের উদ্যোক্তা আমেরিকা প্রবাসী গবেষক আব্দুল কাদির।
বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান, আলমডাঙ্গা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এসএম মামুদুল হক, সমাজসেবা অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারি পরিচালক আবু তালেব, উপজেলা প্রাথমকি শিক্ষা অফিসার আলা উদ্দিন, আলমডাঙ্গা ইসলামী ব্যাংকের ম্যানেজার তকিউর রহমান, সাবেক সির্ভিল সার্জন বীর মুক্তিযোদ্ধা ডা. লিয়াকত আলী, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবক আবু জাফর।
খন্দকার হাবিবুল করীম চঞ্চলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আব্দুল কাদিরের ভাই শেখ সাইফুল ইসলাম, শেখ আব্দুর জব্বার, উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, প্রভাষক আব্দুল হাই,ড. মাহবুব আলম, ইদ্রিস আলী খান, আলমডাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আহম্মদ আলী, হাজী মোহাম্মদ আলী, হাজী মজিবর রহমান, হাজী মীর শফিকুল ইসলাম, ডা. সামসজ্জোহা সাবু, উপসহকারি মেডিকেল অফিসার ডা. ওবাইদুর রহমান, ডা. ফারুক হোসেন প্রমুখ।