১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ১ম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা বিলো-২১০০ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৯, ২০২৫
49
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ১ম আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা বিলো-২১০০ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রæয়ারি শনিবার ভাংবাড়িয়া পল্লি উন্নয়ন যুবক সমিতির আয়োজনে ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন জেলার আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা খেলোয়ারের অংশগ্রহণে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

২৪টি দাবা বোর্ডে ৪৮ জন খেলোয়ার অংশ গ্রহণ করেন। প্রত্যেকে ৭টি করে ম্যাচ খেলেন। দুপুর সাড়ে ১১টায় শুরু হয়। প্রতিযোগীতা শেষে সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

এসময় তিনি বলেন, আলমডাঙ্গায় যোগদানের পর দেখছি সাংস্কৃতিক ও খেলাধুলায় চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা উপজেলা এগিছে আছে। ভাংবাড়িয়া পল্লি উন্নয়ন যুবক ক্লাবের আয়োজিত এই আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগীতা এই জেলায় প্রথম বার অনুষ্ঠিত হচ্ছে। দাবা খেলা একটি মস্তিষ্কের ব্যায়াম। ক্রীড়া চর্চা আমাদের বুদ্ধিবৃত্তিক দক্ষতাকে শাণিত করে। মানসিক দক্ষতা, ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি করে। আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ফলে বাস্তব জীবনে যে কোন সমস্যা সমাধানে তারা অধিক সাফল্য অর্জন করে। ব্যর্থতায় ভেঙ্গে পড়ে না। ক্রীড়া চর্চা তাই জীবনের গুরুত্বপূর্ণ অংশ।


ভাংবাড়ীয়ায় আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা পরিচালক মিজরুল ইসলাম বিজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। সাজিবুল হক রাজনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম জোয়ার্দ্দার, বীর মুক্তিযোদ্ধা খোঁজদেল আলম, সমাজ সেবক আব্দুস সাত্তার, হাটবোয়ালিয়া ক্যাম্পের টুআইসি মোহন রশিদ। ভাংবাড়ীয়ায় আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় সহযোগীতা করেন কাবের আলী,খাইরুল ইসলাম।

দাবা প্রতিযোগিতা পরিচালনা করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের পরিচালক জাফরুল ইসলাম।

প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঝিনাইদহের আবজিদ রহমান (সিএম), ১ম রানার্সআপ হয়েছেন ঝিনাইদহের জধুনাথ বিশ^াস ও ২য় রানার্সআপ হয়েছেন কুষ্টিয়ার মহিনুল ইসলাম। প্রতিযোগীতায় স্পন্সর করেন উদয় ইন্টারনেট ভাংবাড়ীয়া, তূর্য ইলেকট্রনিক্স হাটবোয়ালিয়া বাজার ও মিনারুল ষ্টোর ভাংবাড়ীয়া। টুর্নামেন্টে বিজয়ীদের সর্বমোট ৪০ হাজার টাকার পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram