১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

হাটবোয়ালিয়া ফুটবল মাঠের অবৈধ স্থাপনা পুড়িয়ে দিয়েছে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৯, ২০২৫
47
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার হাটবোয়ালিা স্কুল এন্ড কলেজের খেলার মাঠে অবৈধভাবে গড়ে তোলা ৪টি দোকান ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। ৭ ফেব্রæয়ারি শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে এই ঘটনা ঘটে। আলমডাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪টি দোকানই ভস্মীভূত হয়েছে।


জানা গেছে, গত ১৫ বছর ধরে হাটবোয়ালিয়া গ্রামের মৃত রসুল মন্ডল, মৃত তপেন মন্ডল ও মৃত মনসের মন্ডলের ওয়ারিশদের মধ্যে দেলোয়ার, উকিল ও খোকন হাটবোয়ালিয়া ফুটবল মাঠের উত্তর পশ্চিম দিকে তাদের নিজেদের জায়গা দাবি করে সেখানে স্থাপনা নির্মাণ করে ভায়ায় দেয়। এই বিষয়ে হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ আদালতে মামলা দায়ের করেন। মামলার রায় স্কুলের পক্ষে আসলেও দখলদাররা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দোকানগুলো থেকে নিয়মিত ভাড়া আদায় করছে।


রাজনৈতিক পটপরিবর্তনের পর গত সেপ্টেম্বর মাসে আলমডাঙ্গা উপজেলা জেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম স্বশরীরে উপস্থিত হয়ে ওই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে বলেন। কিন্তু অদ্যাবধি সেগুলো সরানো না হবার কারণে, বিক্ষুব্ধ ছাত্র - জনতা এই আগুন দেবার ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছে এলাকাবাসী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram