আলমডাঙ্গা উপজেলা জামায়াতের গণশিক্ষা বৈঠক-২৫ অনুষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা জামায়াতের গণশিক্ষা বৈঠক-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার সকালে খাসকররা ইউনিয়ন শাখার জামায়াতের উদ্দ্যোগে এ গণশিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
গণ শিক্ষা বৈঠকে খাসকররা ইউনিয়ন জামায়াতে সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাড: আসাদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি চুয়াডাঙ্গা জর্জ কোর্টের নির্বাচিত সদস্য এবং আগামী সংসদ নির্বাচনের চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত ইসলামি মনোনীত এমপি প্রার্থী এ্যাড: মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নুর মোহাম্মদ টিপু, আইন আদালত বিষয়ক সভাপতি দারুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মুহাম্মদ মামুন রেজা।
ইউনিয়ন জামায়াতের সহসভাপতি ছমিরুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, দাওয়া সেক্রেটারি মাওলানা জামিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা সভাপতি আক্তারুজ্জামান, টিম সদস্য ও নওলামারি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ কলম, শ্রমিক কল্যান সভাপতি আল আমিন ও অন্যান নেতৃবৃন্দ।