আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী রবিউল হক ডাবলু গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসগ চরশ্রীরামপুর গ্রামের রবিউল হক ডাবলুকে গ্রেফতার করেছে। ৬ ফেব্রæয়ারি বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে তার বাড়ির সামনে থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত মোশারেফ মন্ডলের ছেলে রবিউল হক ডাবলু (৪২) দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে অভিযোগ ছিল পুলিশের কাছে।
বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।