আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়বা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৫ ফেব্রæয়ারি বুধবার বিকালে হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের খন্দকারপাড়ার টিপু সুলতানকে ইয়াবাসহ ও নাগদাহ দক্ষিণপাড়ার আশরাফুল ইসলামমকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের খন্দকারপাড়ার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে টিপু সুলতান(৪২) দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচার সাথে জড়িত। বুধবার বিকেলে হারদী ইউনিয়নের লক্ষিপুর বটতলা মোড়ে ইয়াবা বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গী অফিসার ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় ইয়াবা বিক্রয়কালে টিপু সুলতানকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার নিকট থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
অন্য দিকে গোলদাড়ি ক্যাম্প পুলিশের এসআই গোলাম হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে কুটিপাইকপাড়ায় অভিযান চালায়। অভিযানকালে গাঁজা কেনা-বেচার সময় নাগদাহ দক্ষিণপাড়ার মৃত জবেদ আলীর ছেলে আশরাফুল(৪৬) কে গ্রেফতার করে। তার নিকট থেকে ১শ ৪০ গ্রাম উদ্ধার করে পুলিশ। এবিষয়ে আলমডাঙ্গা থানায় পুথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।