আলমডাঙ্গা পৌরসভার গেট উদ্বোধন

আলমডাঙ্গা পৌরসভার গেট উদ্বোধন করলেন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। ৩ ফেব্রæয়ারি সোমবার পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীকে সাথে নিয়ে এ গেট উদ্বোধন করেন।
গত কয়েক মাস আগে তিনি আলমডাঙ্গায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তারপর তিনি পৌর প্রশাসকের দায়িত্ব নেন। তিনি দায়িত্ব নেওয়ার পর আলমডাঙ্গা পৌর এলাকায় ে আরসিসি ঢালায় দিয়ে বশ কয়েকটি রাস্তা নির্মান করা হয়েছে। দীর্ঘদিন পর আলমডাঙ্গা পৌরসভার সামনের রাস্তাটিও আরসিসি ঢালায় দিয়ে নির্মান করা হয়েছে। পৌরসভার গেটে টাইলস লাগানো হয়েছে।
পৌরসভার গেট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম, পৌরসভার সচিব রাকিবুল ইসলাম, সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, প্রধান সহকারি খাইরুল ইসলাম নাসিম, পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌরসভার স্টাফ আনিসুর রহমান, আব্দুর জব্বার, মোস্তাক আহমেদ, হাফিজুর রহমান, সিরাজুল ইসলামসহ সকল কর্মকর্তা কর্মচারী।