১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদকে সংবর্ধনা দিয়েছে বিএনপির একাংশ নেতাকর্মীরা।

প্রতিনিধি :
রাজু আহমেদ
আপডেট :
ফেব্রুয়ারি ৩, ২০২৫
104
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদের বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় ও নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক পদ পাওয়ায় দাউদার মাহমুদ কে সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপির একাংশ নেতাকর্মীরা।
সোমবার (৩ জানুয়ারী) সকাল ১০ টা থেকে তার কর্মী-সমর্থকরা উপজেলার চলনবিল গেট এলাকায় জড়ো হয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি পৌঁছালে নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে একটি আনন্দ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংড়া কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। পরে কোর্ট মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ। উক্ত সমাবেশে সমাপতিত্ব করেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক এডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহবায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এম এ মালেক, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও রাজশাহী টীম প্রধান আব্দুল মতিন, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ওমর ফারুক প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ বলেন, তৃণমূলের মানুষ আমাদের বিএনপির প্রাণ, আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতির সকল কর্মকাণ্ড চলবে। সিংড়াতে কোনরকম চাঁদাবাজি, সন্ত্রাস, দূর্নীতি, টেন্ডারবাজি চলবে না। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি আমাকে ধানের শীষ উপহার দিয়েছিলো। এজন্য আমি তারেক রহমানের কাছে কৃতজ্ঞ।

উল্লেখ্য, গতকাল ২রা ফেব্রুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আংশিক কমিটির অনুমোদন দেন। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয় দাউদার মাহমুদকে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram