১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৩, ২০২৫
51
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গায় নাগরিক পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২ ফেব্রুয়ারি রবিবার বিকেল ৩ টায় আলমডাঙ্গার এরশাদ মঞ্চ প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে এ অরাজনৈতিক সংগঠনটি।

চুয়াডাঙ্গার কৃতি সন্তান আজারবাইজান প্রবাসী কামাল জোয়ার্দ্দারের সহযোগিতায় নাগরিক পরিষদ এ আয়োজন করে। অনুষ্ঠানে প্রায় শতাধিক এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। আলমডাঙ্গার বিশিষ্ট সমাজসেবক মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো: তৌহিদ হোসেন। এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গার সামাজিক উন্নয়ন যে একটা রুপকল্প, যেটার পিছনে এবং যেটাকে ধারণ করে যদি আমরা সকলেই থাকতে পারতাম। চুয়াডাঙ্গার উন্নয়ন ভাবনা, চুয়াডাঙ্গা জেলার সমস্যা এবং চুয়াডাঙ্গ্রা সম্ভাবনা। এখানে যেমন সমস্যা আছে, তেমনই এখানে ব্যাপক সম্ভাবনা আছে। সেগুলো নিয়ে যদি আমরা মুক্ত মন নিয়ে যারা সমাজে নেতৃত্বই দিই,রাজনৈতিক নেতৃত্ব করি, প্রশাসনিক নেতৃত্ব করি তারা যদি কাজ করি তাহলে অবশ্যই উন্নয়ন সম্ভব।


তিনি বলেন, আমরা আজকে যে সুচকে দাঁড়িয়ে আছি,কিছু দালান, কোঠা হয়েছে,কিন্তু মৌলিক যে উন্নতি বোঝায় সেই উন্নতি হয়নি। এর কারণ বৈষম্য। আমাদের এই দেশটা স্বাধীন হবার পর এই বৈষম্য রয়েছে। এই বাংলাদেশে অনেক সমস্যা অনেক ভাবে আছে। আপনারা দেখবেন বাংলাদেশের ম্যাপে চুয়াডাঙ্গা আছে,কিন্তু উন্নয়নের ম্যাপে চুয়াডাঙ্গা নেই। যে কথাটা আমার ভাই মোহাম্মদ শাহাজান বলতেন। আজকে বাংলাদেশে অনেক মন্ত্রী আছে কিন্তু বাংলাদেশের উন্নয়নের জন্য কোন মন্ত্রী নেই। তারা সব আঞ্চলিক মন্ত্রী। শপথ নেই বাংলাদেশের উন্নয়নের জন্য মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব পালন করার কিন্তু তা করেন না।


স্বাগত বক্তব্য প্রদান করেন চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য সচিব সহকারি অধ্যাপক শেখ সেলিম, চুয়াডাঙ্গা জেলা নাগরিক পরিষদের সদস্য অ্যাড. কাইজার হোসেন জোয়ার্দ্দার শিল্পী, লাভলু রহমান, লিটু বিশ্বাস, বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, সমাজ সেবক আনিসুজ্জামান জম। এচাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আনিসুর রহমান, সমাজ সেবক জহরুল ইসলাম, জাহিদুজ্জামান জিসান, তরিকুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram