১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গার অক্সফোর্ড একাডেমীতে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৩, ২০২৫
62
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার অক্সফোর্ড একাডেমীতে অভিভাবক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ ফেব্রæয়ারি রবিবার সকাল ১০ টাই আলমডাঙ্গা বিটিম মাঠের পার্শে¦ অক্সফোর্ড একাডেমী প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অক্সফোর্ড একাডেমী চেয়ারম্যান আনোয়ার হোসেন জালালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাহী পরিচালক নূর মোহাম্মদ হুসাইন টিপু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা ইলোরা নাজনীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড একাডেমীর উপদেষ্টা প্রভাষক শফিউল আলম বকুল, পরিচালক ডা. মো আব্দুল্লাহ আল মামুন, মোশারফ হোসেন। প্রতিষ্ঠানের পরিচালক শরিফুল ইসলাম পিন্টুর উপস্থাপনায় অনুষ্ঠানে অক্সফোর্ড একাডেমী শিক্ষার্থী, অভিভাবক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন। এ বছর নতুন প্রতিষ্ঠিত অক্সফোর্ড একাডেমীর ভবিষ্যতে কার্যক্রম সম্পর্কে অভিভাবক ও সুধিজনদের জানানো হয়। অভিভাবকরাও প্রতিষ্ঠান পরিচালনার ব্যাপারে তাদের প্রত্যাশার কথা জানান। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিশুদের আগামীদিনের উপযোগী হিসাবে গড়ে তোলার ব্যাপারে সার্বিক পদক্ষেপ গ্রহন করবে বলে জানান।

উল্লেখ্য অক্সফোর্ড একাডেমী ২০২৫ শিক্ষাবর্ষে আলমডাঙ্গা বিটিম মাঠের পাশে নিজস্ব কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে। ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় ইতোমধ্যে শহরের অভিভাবকদের মাঝে আশার সঞ্চার করেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram