১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং লিফলেট বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২, ২০২৫
53
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

“জনগন যদি হয় সচেতন মেছো বিড়াল হবে সংরক্ষণ” এই স্লোগানে বিশ্ব মেছো বিড়াল দিবস উপলক্ষে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। ১ ফেব্রæয়ারি শনিবার সকালে আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষন সংস্থার আয়োজনে উপজেলা চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে আলতায়েবা মোড়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম। এসময় তিনি বলেন, বনভূমি, জলাভূমি কমে যাওয়ার কারণে মেছো বিড়ালের বাসস্থান ও খাদ্যের অভাব হচ্ছে। ফলে মেছো বিড়াল খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসছে। একটি নিরিহ প্রাণী। পরিবেশের বন্ধু। বাস্তুতন্ত্র ও খাদ্যশৃংখল টিকিয়ে রাখে। প্রকৃতির বন্ধু এই বন্যপ্রাণীকে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।


আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষণ সংস্থার সভাপতি আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক সাঈদ হিরোনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, উপজেলা বন কর্মকর্তা আরিফুল ইসলাম, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক আমিরুল ইসলাম জয়, উদ্ভিদ বিজ্ঞান প্রভাষক নুরুজ্জামান।

আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষণ সংস্থার সাধারন সম্পাদক শাকিল আহমেদের উপস্থাপনায় শিক্ষার্থী কামরুল হাসান কাজল, আলিফ, সাম্য, আলমডাঙ্গা জীববৈচিত্র সংরক্ষণ সংস্থার সদস্য মাহমুদুল হাসান, সবুজ, তারিফ, চিরঞ্জিত, মাহি, সজুব, জাহিদ, ফিরোজ, হাসান, প্রমুখ। র‌্যালীতে মেছো বাঘ রক্ষায় প্রাকৃতিক ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতা মুলক বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়। দেশের বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram