৫ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের আনোয়ার হোসেন

৫ গ্রামের মন্ডল প্রধানদের খানা দিয়ে আনুষ্ঠানিকভাবে মন্ডলী নিলেন আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের আনোয়ার হোসেন। ১ ফেব্রæয়ারি শনিবার ৫ গ্রামের মন্ডল প্রধানদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে আনোয়ার হোসেনকে মাথায় মন্ডলী গামছার পাগড়ী পরিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গত ১৮ জুন আনোয়ার হোসেনের পিতা বদর উদ্দিন বিশ^াস ভাদু মৃত্যু বরণ করেন। পিতার উত্তরসরী হিসাবে তার মৃত্যুর পর কুলখানী অনুষ্ঠানে মন্ডল প্রধানদের খানা দিয়ে মন্ডলী প্রধান গ্রহণ করেন।
ফরিদপুর গ্রামের ভারীয় মন্ডল প্রধান রিকাত আলী বিশ^াসের সভাপতিত্বে মন্ডলী প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। এসময় তিনি বলেন এসময় তিনি বলেন, এখানে ৫ গ্রামের প্রধানসহ সব ধরনের মন্ডল এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আপনারা চাইলে আপনাদের ৫টি গ্রামকে উপজেলার মধ্যে বাল্য বিয়ে, মাদক, দুর্নীতি ও অনিয়মমুক্ত গ্রাম গড়ে তুলতে পারেন। সামাজিক অনাচার ও দুর্নীতিতে প্রশ্রয় না দিলেই সমাজ সুন্দর হবে। নিজের স্বার্থ না দেখে সমাজের স্বার্থ, দেশের স্বার্থকে সবার আগে বিবেচনা করতে হবে। তাহলে ব্যক্তি জীবনেও কল্যাণ হবে। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে মন্ডলরা বড় ভূমিকা রাখতে পারে। সালিশ বৈঠকে নিরোপেক্ষ থাকলে মন্ডলদের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আস্থা বাড়বে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাড়াদি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান, গোবিন্দপুর গ্রামের মন্ডল প্রধান সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, ফরিদপুর গ্রামের এমদাদুল হক ঝন্টু, মনিরুজ্জামান, দেলোয়ার হোসেন, জুড়োন মালিথা, সিতাব আলী, আব্দুর রাজ্জাক, গোবিন্দপুর গ্রামের মন্ডল প্রধান ও ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সাধারন সম্পাদক ডা. সামসুজ্জোহা সাবু, ডামোস গ্রামের মন্ডল প্রধান নজরুল ইসলাম, রোয়াকুলি গ্রামের সেকেন্দার আলী, রেফাউল হক মাস্টার, আনোয়ার আলীর বড়ভাই দেলোয়ার হোসেন।
ফরিদপুর গ্রামের মন্ডল প্রধান মনোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন গোবিন্দপুর গ্রামের খাইরুল ইসলাম, মীর মো: হাসান আলী পল্টু, আবুল কাসেম, হাসিবুল, মজিবর, ইদবার, রোয়াকুলি গ্রামের আলতাফ আলী মালিথা, নওদাবন্ডবিল গ্রামের হক সেলিম, আইয়ুব আলী, ইমরান, চাদ মিয়া, হাজী শহিদুল ইসলাম, ডামোশ গ্রামের আব্দুল খালেক, সাদ আহমেদ, ইমদাদুল হক, এরেঙ্গ মন্ডল, ইয়াকুব আলী, । ৫ গ্রামের প্রায় ১শ ১৮জন মন্ডলের উপস্থিতিতে আনোয়ার হোসেনকে মাথায় মন্ডলী গামছার পাগড়ী পরিয়ে মন্ডল হিসেবে স্বীকৃতি দেন ৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী।
শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সাধারন সম্পাদক ডা. সামসুজ্জোহা সাবু।
৫ গ্রামের মন্ডল অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক পদত্যাগ করায় পদটি ফাঁকা ছিল। যার পরিপেক্ষিতে ফরিদপুর আনোয়ার হোসেনের মন্ডলি প্রদান অনুষ্ঠানে সকলর সম্মতিক্রমে ডা. সামসুজ্জোহা সাবু সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়।