১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন মারাত্মক আহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২, ২০২৫
49
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় ২জন মারাত্মক আহত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার জামজামি ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রাইভেট কারের ধাক্কায় আহত হয় আলমডাঙ্গা শহরের হাইরোডের পরিচিত ব্যবসায়ী শিমুল। অন্যদিকে আমবাড়িয়া শ^শুরবাড়ি থেকে আসার পথে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ডাম্প ট্রাকের ধাক্কায় সোহান রানা নামের আরেক যুবক মারাত্ম আহত হয়। তাদের দুজনকেই উদ্ধার করে ফাতেমা টাওয়ারে ভর্তি করা হয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা শহরের হাইরোডের সকলের পরিচিত শিমুল স্টোরের মালিক শিমুল। শিমুল দীর্ঘদিন ধরে হাইরোডে দোকান দিয়ে ব্যবসার করে আসছে। দোকানের ব্যবসার পাশাপাশি কয়েক বছর ধরে পুরাতন মোটরসাইকেল কেনা বেচা করে। সারা সপ্তাহ ধরে কেনা গাড়ি গুলো শুক্রবারে আলমডাঙ্গা পুরাতন মোটরসাইকেল হাটে বিক্রয় করে। গতকাল শুক্রবার সকালে শিমুল ঘোষবিলা এলাকায় একটি মোটরসাইকেল কিনতে যায়। ফেরার সময় ঘোষবিলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পাশের গলি থেকে দ্র”ত গতিতে একটি প্রাইভেট কার এসে শিমুলকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে যায়। প্রাইভেট কারের ধাক্কায় শিমুলে বাম পা ভেঙ্গে ও মাথা কেটে রক্তাক্ত জখম হয়। তাকে স্থানায় পাখিভ্যান চালক উদ্ধার করে ক্লিনিকে নিয়ে আসে।


অন্যদিকে উপজেলার জহুর”ল নগর গ্রামের আশরাফুল আলমের ছেলে সোহান রানা শ^শুরবাড়ি কুষ্টিয়া মিরপুর উপজেলার আমবাড়িয়ায় বেড়াতে যায়। শুক্রবার সকালে শ^শুরবাড়ি থেকে পালসার মোটরসাইকেল নিয়ে আলমডাঙ্গা শহরে আসছিল। আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কের জেএস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে কুষ্টিয়ার দিক থেকে আসা বালি বোঝাই ১০ চাকার ডাম্প ট্রাক ধাক্কা দেয়। ড্রাম ট্রাকের ধাক্কায় সোহান রানা মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় ড্রাম ট্রাকের সামনের চাকা সোহানকে রাস্তায় বেশ কিছুটা দুর ছেচড়ে নিয়ে যায়।

সোহানের ডানপা ভেঙ্গে যায় এবং শরীরের বিভিন্ন জায়গা থেকে চামড়া ছিড়ে মাংস বের হয়ে রক্তাক্ত জখম হয়।

তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন ক্লিনিকে নিয়ে আসে। স্থানীয় লোকজন (ঢাকা মেট্রো-ট- ১৩-৪৮৩১) ডাম্প ট্রাক টি আটকিয়ে ড্রাইভার রাব্বি আটক করে রাখে। আলমডাঙ্গা থানা পুলিশ সংবাদ পেয়ে বালি বোঝাই ডাম্প ট্রাক ও ড্রাইভারকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।


এলাকাবাসি জানান, ডাম্প ট্রাকগুলো ২৫ থেকে ৩০ জন মালামাল বহন করে। ড্রাইভাররা বোঝাই গাড়িগুলো দ্র”ত গতিতে চলাচল করে। ডাম্প ট্রাকগুলো আলমডাঙ্গা কুষ্টিয়া সড়কে মাঝে মাঝে দূর্ঘটনা ঘটায়। ড্রাইভারা বোঝাই নিয়ে ডাম্প ট্রাক গুলো সড়কের আইন মেনে চলাচল করলে দূর্ঘটনা কম হবে বলেও জানান তারা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram