কুমারী ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আলমডাঙ্গার কুমারী ইউনিয়ন যুব জামায়াতের আয়োজনে শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে কুমারী ফুটবল মাঠে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহীদ আবু সাঈদ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার আমীর প্রভাষক শফিউল আলম বকুল ও কুমারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুর রহমান।
ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলাম, মোহাম্মদ আলী মাস্টার, ডাউকি ইউনিয়ন আমীর সজিবুর রহমান, কুমারী ইউনিয়ন শাখা সেক্রেটারী আলতাব হোসেন, বজলুর রহমান।
সহকারি সেক্রেটারি আনার”ল ইসলামের উপস্থাপনায় ধারাভাষ্য বর্ণনা করেন রাশেদ মামুন, এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড সভাপতি কাশেদ আলী, ৯ নম্বর ওয়ার্ড সভাপতি লাল মিয়া, উদ্বোধনী খেলায় ৮ নম্বর ওয়ার্ড একাদশ ও ১ নম্বর ওয়ার্ড একাদশ অংক করেন।