বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ আলমডাঙ্গায়

বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আবদুল্লাহ আলমডাঙ্গায় রাতের খাবার খাওয়া শেষে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। গত ২৬ জানুয়ারি সোমবার চুয়াডাঙ্গায় রাইজিং চুয়াডাঙ্গার জনসভা শেষে রাত সাড়ে ৯ টার দিকে আলমডাঙ্গায় উপস্থিত হন। আলমডাঙ্গার হ্যামলেট ক্যাফেতে তার জন্য রাতের খাবারের আয়োজন করে স্থানীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। তাদের সাথে কিছুসময় আলোচনা শেষে রাত ১১ টার দিকে ঢাকার উদ্দেশ্য রওনা দেন।
সংক্ষিপ্ত আলোচনায় হাসনাত আবদুল্লাহ বলেন, লড়াই আমাদের থেমে যায়নি। আরও বড় লড়াইয়ের ঘোষনা দিয়ে তিনি বলেন, ৫ আগষ্টের স্বৈরাচার পতনের পর কিছু অসহযোগিতা ও কিছু ভুলের কারণে জানগনের কাঙ্ক্ষিত ক্ষমতা তাদের হাতে তুলে দিতে পারিনি। কিন্ত জনগনের কাছে জনগনের ক্ষমতা তুলে দিতে আমরা লড়াই জারি রাখতে চাই।
হাসনাত আবদুল্লাহ ভারতের নাম উল্লেখ না করে বলেন, আওয়ামীলীগ সরকার বিদেশ মুখী ছিল। অত্যান্ত দুঃখের বিষয় স্বৈরাচার সরকারের বিরুদ্ধে গণআন্দোলনে আমাদের সহযোগী একটি দলও বিদেশ মুখী কথা বলছে। অতীত থেকে শিক্ষা নেওয়া হচ্ছে না। অতীত থেকে শিক্ষা না নেওয়ায় আওয়ামিলীগের করুন পরিনতি আমরা দেখেছি।
তিনি বলেন, দেশের ভুখন্ডের জন্য, দেশের জনগনের জন্য আমরা জীবনবাজি রেখে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের বোনাস জীবনে জনগনের জন্য লড়াই জারি রাখবো।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সেল সদস্য আলমডাঙ্গার সন্তান মোল্লা ফারুক এহসান সফর সঙ্গী হিসেবে হাসনাত আবদুল্লাহকে আলমডাঙ্গায় নিয়ে আসেন। রাতের আহার পর্ব শেষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের তিনি এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন।