আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে গাছ ফেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন থামিয়ে গণডাকাতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে বোমা বিস্ফোরণ ঘটিয়ে গণডাকাতির ঘটনা ঘটেছে। গতরাত ২টার দিকে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের শ্রীরামপুরে এ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদল ঘণ্টাব্যাপী লাশবাহী অ্যাম্বুলেন্স, বাস ও ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে। ডাকাতির শিকার হওয়া ব্যক্তিরা জানান, পরপর চারটি বোমার বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডাকাতদল একটি লাশবাহী অ্যাম্বুলেন্সসহ দুটি অ্যাম্বুলেন্স, ৬টি ট্রাক, একটি পরিবহণ ও একটি পিকআপ আটকে ডাকাতি করে।
জানা গেছে, আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের নওদাপাড়া জগন্নাথপুর গ্রামের মাঝে এ ঘটনা ঘটে। রাত ২টা থেকে প্রায় ৩টা পর্যন্ত তান্ডব চালায় ডাকাত চক্র। চুয়াডাঙ্গার অ্যাম্বুলেন্স ড্রাইভার শরিফুল ইসলাম স্বপন জানান, তিনি কুষ্টিয়ায় রোগী নামিয়ে ফিরছিলেন। তিনি ওই মাঠে এসে দেখতে পান সামনে গাছ ফেলা একটি ট্রাক দাঁড়ানো। এরপর ৩ থেকে ৪টি বোমা বিস্ফোরনের শব্দ শুনতে পান। ডাকাতরা বেশ কয়েকজন ছিলো। এ সময় তার নিকটে থাকা ৫ হাজার টাকা তারা নিয়ে নিয়েছে।
কুষ্টিয়ার ড্রাম ট্রাক ড্রাইভার মিতুল জানায়, ‘আমি ও আমার হেলপার সবুজ আলমডাঙ্গায় বালু নামিয়ে ফিরছিলাম। আমার গাড়ির সামনে গাছ ফেলে রাস্তা অবরোধ করে। ৩ থেকে ৪টি বোমা ফাঁটিয়ে আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আমার নিকট ৪২ হাজার টাকা ছিল। আর হেলপারের নিকট থেকে ২হাজার ৫শ টাকা ও মোবাইল নিয়েছে। ট্রাক ড্রাইভার শ্রী বকুল রায় জানায়, তার গাড়ির পেছনে বোমাগুলো ফাঁটায়। তার নিকট অল্প কিছু টাকা ছিল সেগুলো নিয়ে গেছে।
অনিক নামের এক ড্রাইভার জানায়, তার নিকট থেকে ২ হাজার ৫শ টাকা ছিল সেগুলো নিয়ে গেছে। লাবুল নামের আরেক ট্রাক ড্রাইভার জানায়, তার নিকট থেকে ৭ হাজার টাকা নিয়েছে। নাহিদ নামের এক পিকআপ ড্রাইভার জানান, তার নিকট থেকে ৩ হাজার ৫শ টাকা নিয়েছে।
উপজেলার ডাউকি গ্রামের এক মহিলা কুষ্টিয়া সদর হাসপাতালে মারা গেছে। রাতে এ্যাম্বুলেন্সযোগে লাশ বাড়িতে নিয়ে যাচ্ছিল। তাদেরকেও আটক করে ডাকাত দল। তাদের নিকট থেকে টাকা না থাকায় কিছু নেয়নি। কয়েক বছর আগে ওই রাস্তায় মাঝে মাঝেই রাস্তায় গাছ ফেলে ডাকাতি হত। বেশ কিছুদিন ওই রাস্তায় ডাকাতির ঘটনা ঘটেনি। আলমডাঙ্গা সাদা ব্রিজ থেকে শ্রীরামপুর মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা একটি ইজিবাইক নিয়ে পুলিশ উিউটি করে।
ডাকাতির কবলে পড়া ড্রাইভারা আরও জানান, পুলিশের গাড়ির হুডারের শব্দ শুনে ডাকাতদলের সদস্যরা মাঠের মধ্যে নেমে যায়। যার কারণে সব গাড়ির ড্রাইভারের নিকট থেকে টাকা নিতে পারেনি।
ডাকাতির কথা স্বীকার করে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। ডাকাতদলের সদস্যদের আটকের চেষ্টা চলছে। ইতোমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে।