আলমডাঙ্গার সাব- রেজিষ্টি অফিসের দলিল লেখক সুন্নত মহুরী আর নেই

চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার আলমডাঙ্গার সাংবাদিক গোলাম সরোয়ার সদুর পিতা সাব- রেজিষ্টি অফিসের দলিল লেখক সুন্নত মহুরী আর নেই (ইন্না ইল্লাহি……রাজিউন) তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ২১ জানুয়ারি বাড়িতে স্ট্রোক করলে কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
আলমডাঙ্গা উপজেলার প্রাগপুর গ্রামের পশ্চিমপাড়ার মরহুম নিয়ামত আলীর গাইনের ছেলে সুন্নত আলী ৮ ভাইবোনের মধ্যে ৩য় ছিলেন। প্রায় ৪৮ বছর ধরে আলমডাঙ্গা সাব- রেজিষ্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করতেন। দীর্ঘ বছর ধরে তিনি আলমডাঙ্গা পৌর শহরের কোটপাড়ায় বসবাস করতেন। সুন্নত মহুরি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। গত ২১ জানুয়ারি রাতে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে আলমডাঙ্গার ফাতেমা টাওয়ার ক্লিনিকে নেয়া হয়। ওই রাতেই কুষ্টিয়ার মান্নান হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। ডাক্তার জানান তিনি স্ট্রোক করেছেন। তাকে আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মারা যান। মৃত্যুকালে তিনি ৬ ভাই, এক বোন, ২ স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য গুণ গ্রহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ যোহর প্রাগপুর গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের নামাজে জানাজায় চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক পশ্চিমাঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজাদ মালিথা ও নির্বাহী সম্পাদক রুবাইদ বিন আজাদ সুস্থিরসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন বড় ছেলে সাংবাদিক গোলাম সরোয়ার সদু।