আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ

আলমডাঙ্গায় আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ২৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় আফিয়া নূর ফাউন্ডেশনের প্রধান কার্যালয় আলমডাঙ্গা কলেজিয়েট স্কুলে এ ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের আগে সকল আনুষ্ঠানিকতা শেষে ১০টায় আফিয়া নূর ফাউন্ডেশনের ওয়েবসাইট www.acs-edu.com প্রকাশ করা হয়।
গত ২৭ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টার থেকে ১২টা পর্যন্ত আলমডাঙ্গা সরকারি কলেজে আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলার ৪৮ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩য় থেকে ৯ম শ্রেনীর ৭ শ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।
আফিয়া নূর ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে ২৩, প্রথম গ্রেড ২৬, সাধারন গ্রেড ৬৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে আফিয়া নূর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান সাবেক মৎস্য কর্মকর্তা খোন্দকার শহিদুর রহমান জীবনের সভাপতিত্বে ফলাফল প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু। এসময় উপস্থিত ছিলেন সদস্য সচিব ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাধারন সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মামুন, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান, আলমডাঙ্গা একাডেমি (আল ইকরা একাডেমির) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ জামসিদুল হক মুনি, আলমডাঙ্গা আল আরাফা প্রাইভেট হাসপাতালের সত্ত¡াধিকারী সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, চার বছর বয়সী আফিয়া নূর ছিলেন শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপুর দুই সন্তানের মধ্যে ছোট। আফিয়া নূর ছিল পরিবারের সকলের আদরের। ২০২৩ সালের ২৯ নভেম্বর দুপুরে বাড়ির পাশে একটি দুর্ঘটনা মারা যায় আফিয়া নূর।
আফিয়া নূরের নামেই তার পিতায় শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু আফিয়া নূর ফাউন্ডেশন করেছেন।