২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ডাকাতিসহ একাধিক মামলার আসামী মনোয়ার বিশ্বাস গ্রেফতার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৪, ২০২৫
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাতিসহ একাধিক মামলার আসামী এরশাদপুর গ্রামের মনোয়ার বিশ্বাসকে গ্রেফতার করেছে। ২২ জানুয়ারি বুধবার রাতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা পৌর এলাকা থেকে ডাকাতি মামলার আসামী হিসেবে তাকে গ্রেফতার করে।


জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে মনোয়ার বিশ্বাস(৪২) ডাকাতিসহ একাধিক মামলার আসামী। মনোয়ার হোসেন স্কুল জীবনে ভাল ছাত্র ছিল। স্কুল জীবন শেষ করার আগেই সে মাদকাসক্ত হয়ে যায়। নেশার কারণে সে লেখাপড়াও বন্ধ করে দেয়।

মনোয়ার বিশ্বাস আলমডাঙ্গা স্টেশনপাড়ার এক মাদক সম্্রাগীকে বিয়েও করে। নেশার টাকা জোগাড় করতে পা বাড়ায় অপরাধ জগতে। তার নামে আলমডাঙ্গা থানায় ডাকাতি, চুরি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এসকল মামলায় বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়েছে। মনোয়ার বেশকিছুদিন পালিয়ে ছিল।

২১ জানুয়ারি রাতে আলমডাঙ্গা পৌর এলাকায় ডাকাতি করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। ওই রাতে গ্রেফতার হয় ডাকাতি ও ছিনতাই মামলাসহ একাধিক মামলার আসামী গোবিন্দপুর গ্রামের সাহাবুল।

২২ জানুয়ারি রাতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে থানার অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোয়ার বিশ্বাসকে গ্রেফতার করে। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram