২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় পৌরসভা মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রান্তিক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৩, ২০২৫
61
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম( IUGP) পৌরসভা মহা পরিকল্পনা বিষয়ক প্রান্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পৌরসভা মিলনায়তনে dpm আয়োজিত বাস্তবায়েনে আলমডাঙ্গা পৌরসভা বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের( LGED) আওতায় (IUGP) প্রকল্পের অধীনে সারা বাংলাদেশের ৬৩ টি পৌরসভা নিয়ে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের কাজ চলছে। এর অংশ হিসেবে আলমডাঙ্গায় টিএলসিসির সদস্যদের নিয়ে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGP) পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন বিষয়ক প্রারন্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়।


কর্মশালা পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি, এবং টেকসই অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


কর্মশালায় পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন, যা ভবিষ্যতে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই কর্মশালার মাধ্যমে আলমডাঙ্গা পৌরসভার উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল ও পরিকল্পিত হবে বলে আশা করা হচ্ছে।


কর্মশালায় আলমডাঙ্গা পৌর সভার সচিব রাকিবুল ইসলামের সভাপতিত্ব করেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন IUGP“র টিম লিডার প্রফসর ডক্টর গোলাম মর্তুজা, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এস এম মাসুদুর রহমান, IUGP“র আয়কর প্লানায়ার সানোয়ার হোসেন অপু, IUGP“র ইনভাইরেন্ট কনসাল্টেন্ট মোহাম্মদ মোরশেদ আলম মজুমদার, আলমডাঙ্গা পৌর সভার উপ-সহকারী ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আালা উদ্দিন, আলমডাঙ্গায় পৌরসভার টিএলসিসি কমিটির সদস্য জিল্লুর রহমান ওল্টু, আজিজুর রহমান পিন্টু, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক শফিউল আলম বকুল, মীর আসাদুজ্জামান উজ্জল, সাইফুদ্দিন কনক, ডা. অমল কুমার বিশ^াস, হাবীবুল করীম চঞ্চল, এমদাদ হোসেন, আলী আজগর সাচ্চু, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দিন, আনিসুর রহমান, জিনিয়ার পারভীন, উম্মে হালিমা, শরিফা খাতুন, নয়ন মনি, হাসিনা খাতুনসহ পৌরসভার নাগরিকগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram