আলমডাঙ্গায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামী গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা থেকে ২২ জানুয়ারি বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
জানাগেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা বিভিন্ন গ্রামে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসাননগর গ্রামের অন্তঃসত্ত¡া গৃহবধু হত্যা মামলার আসামী মৃত এলেম শাঁর ছেলে গিয়াস উদ্দিন(৬০) ও গিয়াস উদ্দিনের ছেলে পলাশ উদ্দিন (৩০), ডকাতি, ছিনতাই, মাদকসহ চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী গোবিন্দপুর মৃত আইজ উদ্দিনের ছেলে সাহাবুল হক সাবু (৫২), সাজা পরোয়ানাভুক্ত আসামী কামালপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে সন্টু আলী(৩৫), কাটাভাঙ্গা গ্রামের চাঁদ আলীর ছেলে রশিদা খাতুন(৪৯), পরোয়ানাভুক্ত আসামী পৌর এলাকার কোর্টপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আবজাল হোসেন(৩৫), পোলতাডাঙ্গা গ্রামের মৃত হাসিবুল হকের ছেলে আরিফিন জোয়ার্দ্দার(২৫) গ্রেফতার করে। গতকালই তাদের সবাইকে আদালতে প্রেরন করেছে।