২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জাতীয় ক্রীড়া পরিষদ চুয়াডাঙ্গা জেলার ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২২, ২০২৫
61
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

জাতীয় ক্রীড়া পরিষদ চুয়াডাঙ্গা জেলার ক্রীড়া সংস্থার নতুন এ্যাডহক কমিটি অনুমোদন করেছে। গত ১৯ জানুয়ারি জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত ৩৪.০৩.০০০০.০০৪.০৫.০২৪.২৪-১৬৩- নং স্মারকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫) এবং ধারা ৮ অনুসারে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এটি জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনের ভিত্তিতে কার্যকর হয়েছে।


নতুন অ্যাডহক কমিটিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম (পদাধিকার বলে) আহ্বায়ক, প্রফেসর এস এম ইস্রাফিল ক্রীড়া অনুরাগী সদস্য, সাবেক খেলোয়াড় মোল্লা মো. ফারুক এলাহী সদস্য, সাবেক খেলোয়াড় ও কোচ মাহমুদুল হক লিটন সদস্য, কামরুল হাসান কাজল ছাত্র প্রতিনিধি সদস্য, মেহেরাব্বিন সানভী ক্রীড়া সাংবাদিক সদস্য ও চুয়াডাঙ্গার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (পদাধিকার বলে সদস্য সচিব।


জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে প্রয়োজনীয় অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।


নতুন এই কমিটিতে সাবেক খেলোয়াড়, ক্রীড়া অনুরাগী, ছাত্র প্রতিনিধি এবং ক্রীড়া সাংবাদিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়া ব্যবস্থাপনায় নতুন দৃষ্টিভঙ্গি ও কার্যক্রম যুক্ত করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram