আলমডাঙ্গায় বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬জনকে গ্রেফতার করেছে। ২০ জানুয়ারি সন্ধ্যা থেকে ২১ জানুয়ারি দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে। গলকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আলমডাঙ্গা থানা সুত্রে জানাগেছে, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা বিভিন্ন গ্রামে গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার অভিযান পরিচালনা করেন। ভযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জামজামি ইউনিয়নের নারানপুর গ্রামের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ ৪৫ গ্রাম গাঁজাসহ আসির আলীর ছেলে মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম(৩২)কে গ্রেফতার করে।
এবিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী ফিরোজা খাতুন(৪৭), একই গ্রামের মারফত আলীর স্ত্রী তাসলিমা খাতুন(৩৫), জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের জাহা বক্সসের ছেলে রফিকুল ইসলাম(৩৫), মুন্সিগঞ্জ রেললাইনের ঢালে বসবাসকারী নবী শেখের ছেলে সবুজ শেখ(২৩) ও গাংনী ইউনিয়নের নিমতলা গ্রামের রুমজান আলীর ছেলে আমিরুল হক(২৫)। সবাইকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।