২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২১, ২০২৫
38
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি সোমবার বিকেলে আসাননগর ফুটবল মাঠ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহবায়ক জামাল সাদিক পিন্টুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক মোকারম হোসেন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার আদর্শে গড়া দল, এখানে কোন লুটপাট চাঁদাবাজির জায়গা নেই, কৃষকের সুবিধার্থে এই আলমডাঙ্গায় জিকে শেষ প্রকল্পের খাল খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা তার আদর্শের দল করি, আমরা জিয়ার আদর্শের সৈনিক।


তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, আগামী নির্বাচন হবে একটি স্বচ্ছ নির্বাচন। তাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির হাতকে শক্তিশালী করতে হবে।


সমাবেশ উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্য সচিব ও বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান তবারক হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার সোনা, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম বিলু, আলমডাঙ্গা উপজেলা কৃষকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম সেন্টু, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আঃ খালেক, পৌর বিএনপির সহসাধারন সম্পাদক মহাবুল হক, উপজেলা বিএনপিরসহ কোষাধ্যক্ষ আলাউদ্দিন, কৃষক দলের সদস্য সচীব ডা: ইদ্রিসুর রহমান, কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনাল হোসেন।

কালিদাসপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন লালনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জ্বল, সদস্য সচিব রফিকুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম বাবু, সদস্য আলাউদ্দিন আহমেদ আলা, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুদ্দিন কনক, যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, যুবদল নেতা সোয়েব, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তন্ময় সহ কালিদাসপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram