আলমডার হারদী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আলমডাঙ্গার হারদী ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার বিকেলে হারদী মীর সামছদ্দীন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত ছিলেন না । সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহবায়ক মোকারম হোসেন। সমাবেশের উদ্বোধন করেন জেলা কৃষক দলের সদস্য সচিব বাড়াদি ইউপি চেয়ারম্যান তবারক হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম আহবায়ক বিলু, আলমডাঙ্গা উপজেলা কৃষকদল আহবায়ক জামাল সাদিক পিন্টু।
আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের পরিচলনায় সমাবেশে বক্তব্য রাখেন আলমডাঙ্গা উপজেলা সহসভাপতি শফিকুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ আলাউদ্দিন, কৃষক দলের সদস্য সচিব ডা: ইদ্রিসুর রহমান, কুমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মাষ্টার, গাংনি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন , হারদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুর রহমান,সহসভাপতি নজরুল ইসলাম নজু,সাংগঠনিক আব্দুস সাত্তার,প্রচার সম্পাদক আবু, ধর্মীয় সম্পাদক বিপুল, কৃষকদল নেতা আজাদ মালিতা, আশরাফ মালিতা, অবসরপ্রাপ্ত সেনা সদস্য কৃষকদল নেতা বাকী বিল্লাহ, আলমগীর বাদসা মন্ডল জেল,ওয়ার্ড নেতা আর্টিলারী খান, আব্দুল বারি, পল্টু মিয়া, হামিদুল ইসলাম হোসি, ইমান আলী, আলিম উদ্দিন, সাহাবদ্দীন, সোহেল, মাসুদ রানা, সাবেব যুবদল গোলাম মোস্তফা, সোয়েব, বোরহান, হারদী ইউনিয়ন যুবদল নেতা বাবুল মিয়া, জামাল, জীম প্রমুখ।