২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি চাঁদাবাজদের দল না, বিএনপি গণমানুষের দল-শামসুজ্জামান দুদু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৯, ২০২৫
55
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


"বাংলাদেশে গণতন্ত্র, স্বাধীনতা রক্ষা করার জন্য যদি কোন রাজনৈতিক দল নিজের জীবন বিপন্ন করে থাকে, উৎসর্গ করে থাকে সেই দলের নাম বিএনপি। বিএনপি কখনো লুটপাটকারীদের দল না। বিএনপি চাঁদাবাজদের দল না। বিএনপি গণমানুষের দল।


তারেক রহমান বলেছেন, কেউ যদি চাঁদাবাজি করে, দখলদারি করে, মানুষের ক্ষতি করে তাকে ধরে পুলিশে দেবেন। বিএনপি শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছেন, বেগম জিয়া এগিয়ে নিয়ে গেছেন। এখন তারেক রহমান গত ১৮ বছর ধরে এটাকে রক্ষা করেছেন। "


উপরোক্ত বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু। গতকাল ১৮ জানুয়ারি বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা হাজী মোড়স্থ টিলু ওস্তাদের চাতালে বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত বক্তব্য রাখেন।


এ সময় তিনি আরও বলেন,"আলমডাঙ্গার সাথে আমার সম্পর্ক ছোটখাটো না, অনেক বড় সম্পর্ক। বিএনপি'র একাধিক এমপি ছিলেন , কিন্তু আল্লাহ এখনো আমাকে জীবিত রেখেছেন। এখানে এমন কোন জনপদ ঘর বাড়ি নেই যেখানে আমি যাইনি। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা হচ্ছে ধানের শীষের ঘাঁটি। এখানে কখনো জোর করে ছাড়া অন্য কোন প্রতীক কখনো জেতে নাই। এখন এই যে একজন পালিয়ে বেড়াচ্ছে নির্বাচিত এমপি দাবী করে, তিনি আমার কাছে হারছেন, আমার পরে যারা দাঁড়াইছে তাদের কাছেও হারছেন।


তিনি প্রশ্ন করেন, হারছেন কেন? চুরি করার জন্য? মানুষের ক্ষতি করার জন্য? লুটপাট করার জন্য?" উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অনেকদিন তো দেখা-সাক্ষাৎ হয় না, জেলে কাটলো দুই বছর।
এখন থেকে দেখা-সাক্ষাৎ হবে , কথাবার্তা হবে। অনেকে আমার উপর রাগ করেন, এটা আমি জানি। যার উপর ভালোবাসা থাকে তার ওপর রাগারাগি করা যায়। যে যা খুশি বলুক না কেন, শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের নেতৃত্বের প্রশ্নে একাট্টা থাকতে হবে। একসাথে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।"

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এসকে সাদী, কেন্দ্রীয় কৃষকদলের সাবেক সদস্য আবু জাফর সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আসিরুল ইসলা সেলিম, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইফতেখারুজ্জামান লুডু, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ডা. আলা উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি আশরাফ বিশ^াস মিল্টু, মাগরিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারন সম্পাদক মুনজুরুল জাহিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন।

উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলামের উপস্থাপনায় পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, পৌর কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক শওকত আলী, সাবেক বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মধ্যে মহিনুল ইসলাম, বিল্লাল হোসেন, আব্দুল ওহাব মাস্টার, ইউনুস আলী, আব্দুল হালিম, তোজাম্মেল হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদকের মধ্যে জমির উদ্দিন, সাহিবুল হক সন্টু, আসাদুজ্জামান রিমন, আক্তারুজ্জামান হাবলু, হাবিবুর রহমান, ডা. আক্তারুজ্জামান, আব্দুল হান্নান, মফিজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রহিদুজ্জামান রহিত, শরিফুল ইসলাম মেম্বার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, ফারুকুজ্জামান ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জেড এম তৌফিক আজিজ খান, যুগ্ম আহবায়ক সোহেল রানা, রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিঠু বিশ^াস, উপজেলা যুবদল নেতা গাউসুল কাওনাইন সুষম, হাসান, মিশকা, আব্দুস সালাম, সুলতানুল আরেফিন তাইফু, সাদ্দাম, বিএনপি নেতা আনোয়ার হোসেন জালাল, মহাবুল মেম্বার, চিনির উদ্দিন, লিয়াকত আলী, রশিদুল ইসলাম, সিতাব উদ্দিন, আব্দুল মালেক, ওয়াহেদ, আশরাফুল ইসলাম ডালিম, সুন্নত আলী, জাইদুল, শমসের আলী, পান্না চৌধুরী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সামিউল হাসান সানী, উপজেলা ছাত্রদল নেতা সাগর, পৌর ছাত্রদলের যুগ্ন-আহবায়ক লিখন, ছাত্রদল নেতা রাশেদ, সবুজ, সুমন, চপল, উপজেলা ও পৌর বিএনপি, সেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের কয়েক শতাধিক নেতাকর্মী।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram