বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমনকে কেন্দ্র করে আলমডাঙ্গায় র্যালি ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে আলমডাঙ্গা শহরে বর্ণাঢ্য স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ জানুয়ারি শুক্রবার চুয়াডাঙ্গা টাউল ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সমাবেশ করবেন।
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্বাগত র্যালিটি আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ মামুন রেজা। এসময় তিনি বলেন, "ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি নৈতিক ও মানবিক রাষ্ট্র গঠনের পথে এগিয়ে যাচ্ছে। যুবসমাজকে ইসলামি মূল্যবোধে উজ্জীবিত করতে ছাত্রশিবির সব সময় আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এই স্বাগত র্যালি আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টারই একটি উদাহরণ।"
বিশেষ অতিথি ছিলেন নওলামারি আলিম মাদ্রাসার প্রভাষক শাহীন সাহিদ। এসময় তিনি বলেন, "আজকের যুব সমাজকে সঠিক পথ প্রদর্শনের জন্য ইসলামের সুশীতল ছায়া প্রয়োজন। জামায়াত ও ছাত্রশিবির সেই দিক নির্দেশনা দিচ্ছে, যা জাতির উন্নয়নে সহায়ক হবে।" পৌর শাখা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির রহমান তাঁর বক্তব্যে বলেন, "ছাত্রশিবির সবসময় শিক্ষা, সেবা এবং ঐক্যের মশাল বহন করে চলছে। আমাদের কর্মসূচি শুধু দলের নয়, সমগ্র সমাজের কল্যাণে নিবেদিত।"
সমাবেশটি পরিচালনা করেন উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি খালিদ আহমেদ। এসময় উপজেলা ও পৌর ছাত্রশিবিরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।