বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমনকে কেন্দ্র করে র্যালি ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমানের আগমনকে কেন্দ্র করে আলমডাঙ্গা শহরে বর্ণাঢ্য স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জানুয়ারি শুক্রবার চুয়াডাঙ্গা টাউল ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর সমাবেশ করবেন। বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের র্যালিটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে হাই রোডের চারতলা মোড় হয়ে কাচা বাজার হয়ে আল তাইয়েবার (আলিফ উদ্দিন মোড়ে) সমাপ্ত হয়।। র্যালি শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে¡ ও সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল বলেন,
আমাদের দেশের জন মানুষের প্রিয় নেতা ডাক্তার শফিকুর রহমানের নির্দশনামুলক আলোচনা শোনার জন্য আপনাদের সবাইকে সম্মেলনে যাওয়ার অনুরোধ রইল। গত সোমবার থেকে প্রতিদিন বাদ আছর শোভাযাত্রা হয়েছে। এই শোভাযাত্রায় সতস্ফূর্তভাবে বিভিন্ন ইউনিয়ন অংশগ্রহণের জন্য তিনি সবাইকে ধন্যবাদের জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন। সেই সাথে সকলকে নির্ধারিত সময়ের আগেই চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে উপস্থিত হওয়ার জন্য আহবান করেন।