২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা নির্বাচন অফিসের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এবার ভেসে উঠল আওয়ামীলীগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১২, ২০২৫
59
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা নির্বাচন অফিসের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এবার ভেসে উঠল আওয়ামীলীগ। ১১ জানুয়ারি সন্ধ্যায় নির্বাচন অফিসের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে হঠাৎ আওয়ামীলীগা লেখা শ্লোগান ভেসে ওঠে। এটি দেখে নৈশ প্রহরী সংবাদ দেন নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জকে।


সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনাস্থলে ছুটে যান। তবে তার আগেই ডিজিটাল ডিসপ্লে বোর্ডের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার মেহেদী ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডিজিটাল স্কীনে উল্লেখিত লেখা দেখা যায়নি। তার আগেই বন্ধ করে দেয়া হয়। এ ঘটনা উদঘাটনে একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার শেখ মাসুম বিল্লাহ জানান, আলমডাঙ্গা নির্বাচন অফিসের এ্যাপস সেটিং করে দিয়েছে মেহেরপুরের একটি গ্রæপ। সার্ভারের এ্যাপসের লিংক তাদের কাছে থাকতে পারে। আবার কোন আইসিটি এক্সপার্ট সার্ভার হ্যাক করে এ ঘটনা ঘটাতে পারে। তদন্ত সাপেক্ষে এটা বের করা যাবে বলে জানান তিনি।
কয়েকদিন আগে আলমডাঙ্গা হাইরোডের স্বনামধন্য মোবাইল ব্যবসায়ী মোবাইল মেলার ডিজিটাল ডেসপ্লে বোর্ড হ্যাক করে লেখে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্গর রুপে আসবে দ্বিগুন শক্তি নিয়ে।

বিষয়টি সামনের সামনের দোকান থেকে দেখে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেন প্রতিষ্ঠানের মালিক। পরে সিসি ক্যামেরায় দেখা যায় একটি প্রাইভেট কার দোকানের সামনে অনেক সময় দাঁড়িয়ে ছিল। ক্যামেরায় গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার দেখা যায়নি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram