২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ১০ জন কুরআনের হাফেজ ছাত্রকে সংবর্ধনা ও অভিভাব সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১২, ২০২৫
60
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের কুরআনের হাফেজ হিসেবে সম্মানিত ১০ জন মেধাবী ছাত্রকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকালে আলমডাঙ্গার আসাননগর পারআলমডাঙ্গায় অবস্থিত আল আমিন সোসাইটি হাফেজিয়া মাদ্রাসা,এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের আয়োজেন এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা জামায়াতের আমীর দারুস সালাম। প্রধান অতিথি তার বক্তব্যে তিনি বলেন, "কুরআনের হাফেজরা আমাদের সমাজের সম্পদ। ""যারা কুরআন হৃদয়ে ধারণ করে, তারা শুধু নিজেরাই নয় বরং পুরো সমাজকে নৈতিকতা ও সঠিক পথে পরিচালিত করার অনুপ্রেরণা দিতে পারে।"তাদের মধ্যে জ্ঞান ও নৈতিকতার এমন মশাল রয়েছে যা সমাজকে আলোকিত করতে পারে। এই সংবর্ধনা তাদের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের প্রকাশ।


বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য জেলা কর্মপরিষদের সদস্য নূর মোহাম্মদ হোসাইন টিপু, আলতাপ হোসেন, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বিলাল হোসেন, মাওলানা সাফায়েতুল ইসলাম হিরো, নওলামারী গ্রামের মরহুম মওলানা আরশাদ আলীর নাতী নাজমুস সাকিব, উপজেলা আই বি ডবিøউ এফ সভাপতি বেলাল হোসেন।

উপদেষ্টা পরিষদের সদস্য মাসুদ রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মিনাজ উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের পৃষ্টোপোষক কালিদাসপুর ইউনিয়ন আমীর আসাদুল হক, নওলামারী আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ, প্রভাষক মোস্তাফিজুর রহমান তসলিম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আক্তারুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে হাফেজ জুনায়েদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক হাফেজ মাসুদুর রহমান।


অনুষ্ঠানে সংবর্ধিত হাফেজদের প্রত্যেককে পাগড়ি, সনদপত্র, পবিত্র কুরআন শরিফ এবং উপহারসামগ্রী প্রদান করা হয়। তারা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে কুরআনের বিভিন্ন অংশ তিলাওয়াত করে শোনান, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানান, কুরআনের প্রতি যুবসমাজকে আরও উৎসাহী করে তুলতেই এই ধরনের আয়োজন করা হয়েছে।


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram