আলমডাঙ্গায় ব্যবসায়ীদের উদ্দ্যোগে ২দিনব্যাপী তাফসীর মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ব্যবসায়ীদের উদ্দ্যোগে ২দিনব্যাপী তাফসীর মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি শনিবার মাছ বাজারে মৎস্য ব্যবসায়ীদের আয়োজনে তাফসীর মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সোহরাব হোসেন মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। বিশেষ অতিথি ছিলেন বণিক সমিতির সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মীর শফিকুল ইসলাম, আলমডাঙ্গা গার্মেন্টস মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ বাবলু, সম্পাদক কামরুল হক রনি, কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতির সাধারন সম্পাদক সাইদুর রহমান বকুল, বিশিষ্ট কাঁচা বাজার আড়ৎ ব্যবসায়ী আব্দুর বর মিয়া, তহবাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আব্দুল মজিদ, সম্পাদক অমল অধিকারী, মাংস ব্যবসায়ী শুকুর আলী, আহাদ আলী, হোটেল ব্যবসায়ী মনিরুজ্জামান লাভলু।
মৎস ব্যবসায়ী সমিতির সদস্য নুর ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শামীম আশরাফ, সহসভাপতি মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ কাওসার আহমেদ সুজন, চাউল ব্যবসায়ী মুক্তার রহমান, ডিম ব্যবসায়ী শীতলসহ আলমডাঙ্গা শহরের ৭/৮টি সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন। আগামী ফেব্রæয়ারী মাসের ৪ ও ৫ তারিখে আলমডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এটিম মাঠে তাফসীর মাহফিল অনুষ্ঠিত হবে। তাফসীর মাহফিলে দেশের খ্যাতিনামা বক্তরা তাফসীর করবেন।