২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি ও বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আতিয়ার রহমান স্ট্রোক জনিত কারণে মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১০, ২০২৫
67
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি আলমডাঙ্গার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আতিয়ার রহমান স্ট্রোক জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ---- রাজিউন) বৃহস্পতিবার ভোরে কুষ্টিয়া জনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।


জানা যায়, আলমডাঙ্গার খেজুরতলা গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে আতিয়ার রহমান একজন বিশিষ্ট কাঠ ব্যবসায়ী। আলমডাঙ্গা কলেজপাড়ায় বসবাস করতেন। তিনি আলমডাঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতির দ্বায়িত্বে ছিলেন। গতকাল বুধবার রাতে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা দেওয়ার আগেই মারা যান। মৃত্যুকালে স্ত্রী,১ ছেলে ১ মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


বাদ আছ আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে মরহুম আতিয়ার রহমানের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট সোহরাব হোসেন,জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রবিউল ইসলাম,আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু,চুয়াডাঙ্গা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাহাবুদ্দীন বিশ্বাস,খোকন,আলমডাঙ্গা উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টু,সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সহ বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দসহ সর্বস্তরের জন সাধারণ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram