আলমডাঙ্গা থানার ওসির সাথে ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির সদস্যদের সৌজন্য সাক্ষাত

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের সাথে নবগঠিত আলমডাঙ্গা ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির সদস্যরা সৌজন্য সাক্ষাত করেছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় থানা গিয়ে অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সাথে আলমডাঙ্গা ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির সদস্যরা সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাত কালে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, আপনাদের ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। এখানে সবাই একসাথে কাজ করে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। আপনারা সবাই এক সাথে একটি পরিবারের মত করে কাজ করবেন। আপনাদের কোন ধরণের সমস্যা হলে আমাকে জানাবেন। আপনাদের যে কোন প্রয়োজনে সহযোগীতা করার চেষ্টা করব। আলমডাঙ্গা থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অফিসার ইনচার্জ আলমডাঙ্গা থানা উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।
সাক্ষাতকালে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা ইলেকট্রিশিয়ান ও স্যানেটারি কল্যাণ সমিতির সভাপতি মো: মিল্টন, সাধারন সম্পাদক রমজান হোসেন, সহ-সভাপতি রাশিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সামাদ আলী, কোষাধ্যক্ষ মহিবুল হক মাহবুব, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো: সালাম, প্রচার সম্পাদক হারুন অর রশিদ, ধর্ম সম্পাদক কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম সাগর, ক্রীড়া সম্পাদক সাগর আহমেদ, সদস্য লাল্টু, সজিবুল ইসলাম।