বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় পথসভা অনুষ্ঠিত
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৮, ২০২৫
46
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমানের আগমন উপলক্ষে আলমডাঙ্গায় পথসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা টাউনহল মাঠে তিনি সমাবেশ করবেন।
এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে শহরের হাইরোডে পথসভা ও আল তায়েবা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা কর্ম পরিষদ সদস্য আলতাফ হোসেন, পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ মামুন রেজাসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।